হরিণাকুন্ডুতে উপকারভোগি হাজারো মা-বোনদের নিয়ে "উঠান বৈঠক"


ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় উপকারভোগি মহিলাদের নিয়ে "উঠান বৈঠক" অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় হরিণাকুন্ড উপজেলার রিশখালী বাজারে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় । শনিবার দুপুরের পর থেকেই হাজারো মহিলাদের উপস্থিতিতে পুরো এলাকা কানাই-কানাই পরিপূর্ন হয়ে যায় । উপকারভোগীসহ, ভাতা প্রত্যাশী বয়স্ক মহিলাদের উপস্থিতিতে শুরু হয় মূল অনুষ্ঠান ।এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ, বর্তমান সাধারণ সম্পাদক আল ইমরানসহ এলাকার গন্যমান্য অতিথিবর্গ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাইদুল করিম মিন্টু বলেন, মোবাইলের মাধ্যমে যারা ভাতা পাচ্ছিলেন কিন্তু এখন হঠাৎই পাচ্ছেন না । তারা অবশ্যই প্রথমে চেয়ারম্যানের কাছে আসবেন । তারপরও না পেলে অবশ্যই ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে তাদের সমস্যা বরবেন । এলাকার চেয়ারম্যান-মেম্বাররা যদি কেউ টাকা দাবী করে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে । সুতরাং এ সব ছল-চাতুরী করে কোন রাভ নেই । আপনারা একটু সচেতন হলেই প্রধানমন্ত্রীর এই সুবিধা আপনারা অনায়াশে ভোগ করতে পারবেন । আর যারা পাননি তারা এনআইডি ও মোবাইল নম্বর নিয়ে চেয়ারম্যান কার্যালয়ে এলেই পর্যায়ক্রমে সবাইকে এর আয়োতায় চলে আসবেন।

No comments

Powered by Blogger.