জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে চিত্রাংকন, কবিতা আবৃতি ও কুইজ প্রতিযোগিতা

ঝিনাইদহ প্রতিনিধি-

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে চিত্রাংকন, স্বরচিত কবিতা আবৃতি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির আয়োজনে শনিবার সকালে শহরের ফ্যামেলি জোন রেস্টেুরেন্টে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ৩২০ জন শিক্ষার্থী অংশ নেয়। ৩ টা ক্যাটাগরিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা চিত্রাংকন, স্বরচিত কবিতা আবৃতি ও কুইজ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থানী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। প্রধান বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। আলোচক ছিলেন, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষকদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশা। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 


No comments

Powered by Blogger.