কোটচাঁদপুরে অতিদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

 



রোকনুজ্জামান কোটচাঁদপুর থেকে-

ঝিনাইদহের কোটচাঁদপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে অতিদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। 
বৃহস্পতিবার সকাল ১০ টায় শিশুনিলয় ফাউন্ডেশনের কোটচাঁদপুর শাখা অফিসে কর্মসূচি সহায়ক তহবিলের আওতায় অতিদরিদ্র পরিবারের ২০২২ সালে যারা এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.০ থেকে ৫.০ পেয়েছে তাদের প্রত্যেককে ১২০০০ টাকার চেক প্রদান করা হয়। 
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায়  অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে । অনুষ্টান সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের  উপ-পরিচালাক,ইমামুল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শেখ জাহাঙ্গীর আলী উপ পরিচালক,শাহাবুদ্দিন সরকারি পরিচালক, শাহাজামাল সহকারী পরিচালক, সবুজ হোসেন কোটচাঁদপুর এরিয়া ম্যানেজার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বজলুর রশীদ ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী। এ ছাড়াও ১২ শিক্ষার্থী ও তাদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
শিশু নিলয় ফাউন্ডেশন এ বছর ৩৮ জন অতিদরিদ্র পরিবারের ৪,৫৬,০০০/-টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেছে। 
শেষে বক্তারা শিক্ষার্থীদেরকে মেধা বিকাশের জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন।

No comments

Powered by Blogger.