ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি’ প্রদাণ
ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদাণ করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)’র পক্ষ থেকে এ বৃত্তি প্রদাণ করা হয়।
এসডিএফ’র যশোর আঞ্চলিক পরিচালক হেদায়েত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান, আরিফুল ইসলাম, এসডিএফ’র ঝিনাইদহের ব্যবস্থাপক কাজী হাসানুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিএফ’ জেলা কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম, সারওয়ার জাহান, সুলতানা বুলবুলি, সজীব কুন্ডু প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন উপজেলার ৩৮ জন শিক্ষার্থীদের ২৪ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদাণ করা হয়। ৩ বছরের ৭২ হাজার
No comments