কালীগঞ্জে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধ মুরালে পুস্পমালা অর্পন করেন। পরে নবগঠিত উপজেলা কমিটির সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খাঁনের নেতৃত্বে দলটির নেতাকর্মিরা শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করে। কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে প্রায় সাড়ে ৩ হাজার মোটর সাইকেল ও ১৫টি পিকআপের শোভাযাত্রা নিয়ে তিনি ঝিনাইদহ জেলা নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করতে যান। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু উপজেলা আওয়ামীলীগের সদ্যঘোষিত কমিটি আনুষ্ঠানিক ভাবে নেতৃবৃন্দর হাতে তুলে দেন। সদ্যঘোষিত উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছাড়াও শোভাযাত্রাপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসরাইল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান মতি, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান তপু প্রমূখ। এসময় উপস্থি ছিলেন, জেলা পরিষদের সদস্য সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সায়েদ কবির লিমন, সাধারণ সম্পাদক কাজী রিপন, উপজেলা শ্রমিকলীগের আযবাহক ইদ্রিস আলী ইদু, যুগ্ন-আযবাহক মুসফিকুর রহমান ডাবলু, আব্দুর রাজ্জাক, শ্রমিকলীগের নেতা মুক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা ইদ্রিস আলী, নজরুল ইসলাম, আব্দুল গাফফার, থানা যুবলীগের নেতা জাহিদুল ইসলাম জাহিদ, কালিগঞ্জ থানা যুবলীগের সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন মোশা, থানা যুবলীগের সাবেক সহ-সভাপতি আহসান হাবিব ঝন্টু,উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত খাঁ, থানা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত, মেজবা উদ্দিন, নান্নু মেম্বর, স্বপন মেম্বর, হোটেল শ্রমিকের আসাদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ। পরে সন্ধায় শহরের কোটচাঁদপুর রোডস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
No comments