ঝিনাইদহে প্রবীণ হিতৈষী সংঘের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ঝিনাইদহ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইদহ জেলা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন হিলু মিয়া, তোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সদস্য প্রফেসর গোলম মোস্তফা, আজীবন সদস্য প্রফেসর আবু বকর, সাবেক সভাপতি মনোয়ার হোসেসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা প্রবণীনের নানা সমস্যা একে অন্যের পাশে দাড়ানোর আহ্বান জানান। আলোচনা সভা শেষে কমিটি গঠন করা হয়।
No comments