ঝিনাইদহে “মার্কেট অর্গানাইজেশন এবং লিজিং” প্রচার কর্মশালা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে “মার্কেট অর্গানাইজেশন এবং লিজিং” প্রচারের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এলজিইডি’র উইকেয়ার ফেস-১ এর প্রকল্প পরিচালক মমিন মজিবুল হক সমাজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
সেসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ, হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র ফারুক হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুির, হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উছেন মে।
“মার্কেট অর্গানাইজেশন এবং লিজিং” প্রচার কর্মশালা পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার সুমি।
No comments