ঝিনাইদহে ১০ দিন ব্যাপী বিসিক শিল্প উদ্যোক্ত মেলা শুরু

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে শুরু হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা।

শুক্রবার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম, ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। সার্বিক তত্ববাধানে ছিলেন বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

আয়োজকরা জানায়, চতুর্থ শিল্প বিপ্লবে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান রাখতে আর তাদের উৎপাদিত পণ্যের প্রসার বাড়াতে এই মেলার আয়োজন করা হয়েছে। ‘মেলায় হস্ত ও কারুশিল্পসহ ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যসামগ্রীর ৪৫ টি স্টল বসেছে। ১০ দিনব্যাপী এ মেলা শেষ হবে আগামী ৪ জুন।


No comments

Powered by Blogger.