বহু বিতর্কিত নেতা পিপুলের বিরুদ্ধে মায়ের মামলা।
মারপিট ও খুন-জখমের হুমকির অভিযোগে ছেলে আলমুল ইসলাম পিপুলের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন তার মা। মঙ্গলবার ঝিকরগাছার বারবাকপুর গ্রামের মৃত শেখ শাহাজান আলীর স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সালমান আহমেদ শুভ অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি পিপলু বাদীর ছোট ছেলে। গত ৩০ এপ্রিল আনোয়ার বেগমের বাড়িতে প্রবেশ করে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তার মা প্রতিবাদ করলে আসামি পিপলু তার মাকে ইট দিয়ে আঘাত করে জখম করেন। চিৎকারে প্রতিবশীরা এগিয়ে আসলে আসামি পিপলু তার মাকে খুন-জখমসহ বসত ভিটা থেকে তাড়িয়ে ছাড়বেন বলে হুমকি দিয়ে চলে যান। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
No comments