ঝিনাইদহে আন্ত:জেলা গরু চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, চোরাই গরু ও ট্রাক জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে আন্ত:জেলা গরু চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার লক্ষীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-কুষ্টিয়ার ইবি থানার ঝাউদিয়া গ্রামের ঝন্টু মালিতার ছেলে আসিফ হোসেন, শাহাবুদ্দিন মালিতার ছেলে রাহিম ইসলাম, মৃত খোকন শেখের ছেলে বাবুল হোসেন, সাহেব আলীর ছেলে বাবু হাসান, নৃসিংহপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে ফিরোজ হোসেন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে মানিক হোসেন।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, গত সোমবার রাতে হরিণাকুন্ডু উপজেলার একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরচক্র গরুর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় মামলা হলে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামীদের শনাক্ত করে সদর উপজেলার লক্ষীপুর এলাকা থেকে চোরাই গরু বিক্রির ৪৫ হাজার টাকা ও একটি ট্রাক জব্দ করা হয়।


No comments

Powered by Blogger.