চৌগাছা ভাসুরের হাতে ছোট ভায়ের স্ত্রী হত্যা,রহস্য উদঘাটন করলো পিবিআই

 

চৌগাছা যশোর প্রতিনিধি-

যশোরের চৌগাছার গৃহবধূ রহিমা খাতুন (২৭) হত্যার রহস্য উদঘাটন হয়েছে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের ভাসুরকে গ্রেফতার করেছে পিবিআই

গ্রেফতারকৃত আসামি রুস্তম আলী চৌগাছার ধুলিয়ানী ইউনিয়নের বড়কাবিলপুর গ্রামের মোকাররম আলীর ছেলে এবং রহিমা খাতুন আটককৃতের বড় ভাই মহিউদ্দীনের স্ত্রী

মঙ্গলবার রুস্তম আলীর বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর

চলতি বছরের ২৫ মার্চ সকালে রহিমা খাতুনের সাথে ঝগড়া হয় ভাসুর রুস্তম আলীর সাথে। ঝগড়ার এক পর্যায়ে রুস্তম আলী রহিমাকে এলোপাতাড়ি আঘাত করে। এতে রহিমা গুরুতর আহত হয়। সময় প্রতিবেশীরা চলে আসলে রুস্তম জানায় রহিমা আতœহত্যার চেষ্টা করছিল। পরে আহত অবস্থায় রহিমাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি হাসাপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থা অবনতি হলে যশোর সদর হাসপাতালে রেফার হয়। সেখানে নেয়ার পরে চিকিৎসারত অবস্থায় ২৫ মার্চ তারিখ বিকেলে কর্তব্যরত চিকিৎসক রহিমাকে মৃত ঘোষনা করেন

ঘটনায় কোতয়ালী থানা পুলিশ লাশের সুরতহাল প্রস্তুত করে। সুরতহাল রিপোর্টে উল্লেখ করে লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাত, মুখে বিষের গন্ধ গলায় ফাঁসের চিহ্ন রয়েছে

ঘটনায় নিহত রহিমার চাচা নাজিম উদ্দীন বাদী হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  চৌগাছা থানায় মামলা নম্বর ১২। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য মামলাটি পিবিআই এর নিকট হস্তান্তরের আবেদন করেন। এর প্রেক্ষিতে পিবিআই মে তদন্ত শুরু করেন। এর একদিনের মধ্যে আসামি রুস্তম আলীকে আটক করে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের দাবি করছেন পিবিআই যশোর

মামলাটি তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল আলম পলাশ জানান, ঘটনার সরেজমিন তদন্তে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিকটিম রহিমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে

তিনি আরো বলেন, আটক আসামি রুস্তম আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সোপার্দ করা হয়েছে

 

 

No comments

Powered by Blogger.