শৈলকুপায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

 শৈলকুপা প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশ তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কবির শেখ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশশুক্রবার (১৯ মে) রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি খড়ের গাদার নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ধর্ষণকারী কবির হোসেন (১৮) বাহাদুরপুর গ্রামের রমজান শেখের ছেলে

শৈলকুপা থানা ওসি আমিনুল ইসলাম বলেন, ধর্ষিত শিশুটি গতকাল সন্ধ্যার আগে পাশে কবির শেখের দোকানে তেল কিনতে যায়। এসময় কবির তাকে মোবাইলে ছবি দেখানোর প্রলোভন দেখিয়ে ঘরের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের লোকদের জানায়

শিশুটিকে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। আজ সকালে শিশুটির বাবা বাদী হয়ে শৈলকুপা থানায় মামলা করেন

 

No comments

Powered by Blogger.