ঝিনাইদহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

ঝিনাইদহ প্রতিনিধি-

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইদহ সদর উপজেলা কমান্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা সংসদের সাবেক কমান্ডার সিদ্দিক আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দলিল উদ্দিন আহম্মেদ, সহকারী কমান্ডার জিল্লুর রহমান তাতার। এছাড়াও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মনু গোপাল  চৌধুরী, আনোয়ারুল ইসলাম প্রমুখ। সেসময় ঝিনাইদহের প্রয়াত মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনসহ সকল প্রয়াত মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

মতবিনিময় সভায় বক্তারা, ঘুর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রধানমন্ত্রীর প্রদক্ষেপের প্রশংসা করেন। সেই সাথে আগামী সংসদ নির্বাচনে ঝিনাইদহ সদর উপজেলায় নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে সকল মুক্তিযোদ্ধাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

No comments

Powered by Blogger.