ঝিনাইদহে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে গুণগতমান সম্মত আয়ুর্বেদিক শিক্ষা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে গুণগতমান সম্মত আয়ুর্বেদিক শিক্ষা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ফুড সাফারি মিলনায়তনে মেডিসিনাল প্লান্টস এন্ড হারবাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল’র সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন।

সংগঠনটির সভাপতি ড. হাকীম মো. ইউছুফ  হারুন ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্বাবধায়ক সিরাজুম মুনিরা।

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন’র বিভাগীয় প্রধান আকরাম হোসেনের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন মাগুরা প্রফুল্লসিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের প্রাক্তণ অধ্যক্ষ কবিরাজ তপন কুমার বসু, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন’র অর্থ সম্পাদক নুরুল ইক খলিফা, নির্বাহী সদস্য এ বি এম জাহাঙ্গীর, সেতু ড্রাগ ল্যাবরেটরীর আহম্মেদ আলী বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক ডা: মিজানুর রহমান। কর্মশালায় খুলনা বিভাগে স্থাপিত আয়ুর্বেদিক ঔষধ কোম্পানীর স্বত্তাধীকারী, কবিরাজ ও মাননিয়ন্ত্রক, কর্মকর্তারা অংশ নেয়। তাদের প্রশিক্ষণ প্রদাণ করেন মর্ডান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কিউসি ম্যানেজার চিন্ময় দাস।


 



No comments

Powered by Blogger.