ঝিনাইদহে দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

 

ঝিনাইদহ প্রতিনিধি-

দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না, দুর্নীতি সইবো না এই শ্লোগানে ঝিনাইদহে দুর্নীতি বিরাধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়র পরিষদ কার্যালয়ে এ সভার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও দুর্নীতি দমন কমিশন। এতে কালীচরণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দুপ্রক’র জেলার শাখার সাধারন সম্পাদক এন এম শাহাজালাল, সদস্য এড. বিসি বিশ্বাস, হাফিজুর রহমান, বাবলু কুন্ডুসহ রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা ।

এ সময় বক্তারা বলেন, দুর্নীতি সমাজের ও দেশের মারাত্মক ব্যাধি। দুর্নীতি সাথে যারা জড়িত তারা দেশ ও জাতির শত্রু। দুর্নীতি থেকে সকলকে বেরিয়ে আসতে হবে। সেই সাথে দুর্নীতি বিরোধী কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে সকলকে স্বোচ্চার হওয়ার আহবান জানান তারা।




No comments

Powered by Blogger.