শৈলকুপায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, স্বামী ও মেয়ে আহত
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুমা খাতুন (৩৫) নামের এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে তার কুয়েত প্রবাসী স্বামী রবি খাঁ ও ৩ বছর বয়সী মেয়ে রাহি। মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর গ্রামের মাস্টার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে উপজেলার ধুলিয়াপাড়া গ্রামের কুয়েত প্রবাসী রবি খাঁ শৈলকুপা থেকে মোটরসাইকেলে স্ত্রী রুমা খাতুন ও মেয়ে রাহিকে নিয়ে বাড়ি ফিরছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা কাতলাগাড়ী থেকে শৈলকুপা গামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুমা খাতুন নিহত হয়। আহত হয় রবি ও তার মেয়ে। সেখান থেকে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রবির শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। পরিবারে পক্ষ থেকে আভিযোগ পেলে মামলা নেওয়া হবে।
No comments