কোটচাঁদপুরে ইজিবাইক মটরসাইকেল সংঘর্ষে স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যু
রোকনুজ্জামান কোটচাঁদপুর থেকে-
ঝিনাইদহের কোটচাঁদপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম রসুল (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকালে কোটচাঁদপুরে উপজেলার বকশিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে কুল্লগাছা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ও জগদ্বিশপুর গ্রামের মোস্তফা হোসেনের দ্বিতীয় সন্তান।
মৃত গোলাম রসুলের চাচা ওলিয়ার রহমানে জানান, আমার ভাই সিঙ্গাপুর প্রবাসী ছুটিতে বাড়ি এসেছিলো ছুটি শেষ আগামী কাল ফ্লাইট তাই বাবাকে কোটচাঁদপুর শহরে ঢাকার গাড়িতে উঠিয়ে দিয়ে বাড়িতে ফিরার পথে বকশিপুর গ্রামে ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএর কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম বলেন, অতিরিক্ত রক্ত খরণের হচ্ছিল। যার কারণে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। যশোরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয় মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক শাহ্ মোহাম্মদ আজিজ বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয় জানার পর ওসি স্যার গুড়পাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আই সি হামিদ কে দূর্ঘটনার স্থানে পাঠিয়েছে।
No comments