কালীগঞ্জে ধরন্ত পটল খেত কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা ।

 

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকের এক বিঘা জমির ধরন্ত পটল খেত কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরাসোমবার (২২ মে) দিবাগত মধ্য রাতে উপজেলার বারবাজার পিরোজপুর গ্রামের কৃষক রুহুল আমিনের খেতে ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, গতকাল তার পটল খেতে কাজ শেষে বাড়ি আসেন। আজ সকালে খেতে গিয়ে দেখেন কিছু পটল গাছের মাথা শুকিয়ে নুইয়ে পড়েছে। এরপর খেতের মাঝে গিয়ে দেখতে পান তার সব গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে

তিনি আরও জানান, পটল ধরার পর সবেমাত্র তিন হাট পটল বিক্রি করেছেন। কে বা কারা শত্রুতাবশত তার খেত কেটে সাবাড় করেছে। এতে তার প্রায় আড়াই লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। পরে তিনি স্থানীয়দের পরামর্শে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেছেন

বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, কৃষকের খেতে গাছ কাটার ঘটনাটি দুঃখজনক। তিনি ওই কৃষককে থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছেন

 

 

No comments

Powered by Blogger.