ঝিনাইদহে সিও সংস্থার তিন দিন ব্যাপি বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে সিও সংস্থার আয়োজনে মাইক্রোফাইন্যান্স কর্মসূচী ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপি বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (৬ মে) শহরের সিও সংস্থার প্রধান  কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় । সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলমের সভাপতিত্বে মাইক্রোফাইন্যান্স কর্মসূচী ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপি বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সিও সংস্থার সহকারী নির্বাহী পরিচালক তোফাজ্জেল হোসেন,ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ ও দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য বসির আহাম্মেদ। তিন দিন ব্যাপি বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন সিও সংস্থার প্রশিক্ষক আলীউজ্জামান শেখ।এতে দেশের বিভিন্ন জেলার ৫০ জন সিও সংস্থার শাখা ব্যবস্থাপক মাইক্রোফাইন্যান্স কর্মসূচী ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপি বাল্যবিবাহ প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন।উল্লেখ্য, সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ও মানবতার সেবায় নিয়োজিত রয়েছে সিও সংস্থা।


No comments

Powered by Blogger.