ঝিনাইদহের দোগাছি ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরে নতুন কর আরোপ ছাড়াই ৭৫ লাখ ৪৫ হাজার ৭’শ ৬৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া কাজল এ বাজেট ঘোষণা করেন।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব রোকসানা বুলবুলি, ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন, কলামনখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ কুমার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম হাফিজুল্লাহ আজাদ, ইউনিয়নের হিসাব সহকারী সুমন কুমার দেবনাথ, সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান, আব্দুল মজিদ বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিঠু জোয়ার্দ্দার, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইবনে মিলনসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাজেট সভা শেষে নতুন অর্থবছরের বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান।
No comments