ঝিনাইদহের পদ্মাকর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষনা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরে নতুন কর আরোপ ছাড়াই ৯৯ লাখ ১৩ হাজার ১’শ ৬১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস এ বাজেট ঘোষণা করেন।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি সচিব সোহাগ আলী, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এসএটিভি’র জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, হাটগোপালপুর দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন জোয়াদ্দার, আওয়ামীলীগ নেতা মোশারেফ হোসেন, বাবর আলী, ওয়াজেদ মীর, তালেব বিশ্বাস,কবির বিশ্বাস,মতিয়ার রহমান, কৃষক লীগ নেতা হাফিজুর রহমান তোতা, যুবলীগ নেতা কারিম হোসেন, শিবলু হোসেন, সকল ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments