ঝিনাইদহে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসের উদ্যোগে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৩ এবং সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের শিশু একাডেমী কমপ্লেক্সে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।সেসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)রাজিবুল ইসলাম খান, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোজাফফর হোসেন।অনুষ্ঠান শেষে ১৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
No comments