কালীগঞ্জের বারবাজার ইউপির ১ কোটি ৬৭ লক্ষ ১৯ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৯ নং বারবাজার ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়ে। বুধবার (৩১ মে) দুপুর ৩ টার পর বারবাজার ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবারের বাজেটে রাজস্ব, উন্নয়ন আয় ও ব্যায়ের বাজেট ঘোষণা করেছে।এ বাজেট অনুষ্ঠানে সঞ্চালনা ও পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের সচিব গৌতম বিশ্বাস।
এবারের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৭৮ লক্ষ ২১ হাজার ৭ শত ৫০ টাকা ও উন্নয়ন খাতের আয় ৮৮ লক্ষ ৯৮ হাজার টাকা। সর্বমোট ১ কোটি ৬৭ লক্ষ ১৯ হাজার ৭৫০ শত টাকা।
রাজস্ব খাতে ব্যায় ধরা হয়েছে ৭৪ লক্ষ ৪৩ হাজার ৭ শত ৫০ টাকা ও উন্নয়ন খাতে ৮৫ লক্ষ ৫০ হাজার টাকা।
সর্বমোট ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৫৯ লক্ষ ৯৩ হাজার ৭৫০ টাকা।
বাজেটে উদ্বৃত্ত থাকছে রাজস্ব খাতে ৩ লক্ষ ৭৮ হাজার ১৫০ ও উন্নয়ন ৩ লক্ষ ৪৮ হাজার। সর্বমোট ৭ লক্ষ ২৬ হাজার টাকা।
এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ইউনিয়ন পরিষদের নির্বাচিত সংরক্ষিত ইউপি মহিলা সদস্য জোনাকি আক্তার লাকি,ঝর্ণা খাতুন, জুই খাতুন ও সাধারণ সদস্য রেজাউল ইসলাম লিটন, ফয়জুর রহমান বাবু,কলিম উদ্দীন শেখ,প্রশান্ত কুমার বিশ্বাস, শাহিনুর রেজা শাহিন,জসিম উদ্দীন সহ ,সাবেক সদস্য মাহাফুজুর রহমান লাকি । এ বাজেট অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক বৃন্দ,বেলাট দৌলতপুর আলীম মাদ্রাসার অধাক্ষ্য ওলিউর রহমান আ’লীগের ইমদাদুল ইসলাম ইনতা, রাখালগাছী ইউপি সচিব শেখ হাবিবুর রহমান, বারবাজার ব্যবসায়ী নেতৃবৃন্দরা সহ ইউনিয়নের পরিষদের স্থানীয় মুক্তিযোদ্ধা গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পেশার মানুষ।
No comments