ঝিনাইদহে পেশাজীবি গাড়ীচালকদের দক্ষতা সচেতনতা বৃদ্ধিমুলক রিফ্রেশার প্রশিক্ষণ

 ঝিনাইদহ প্রতিনিধি-

‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে পেশাজীবি গাড়ীচালকদের দক্ষতা সচেতনতা বৃদ্ধিমুলক রিফ্রেশার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা বিআরটিএ অডিটরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করে জেলা বিআরটিএ। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৬ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক পেশাজীবি গাড়ীচালক অংশ নেয়। প্রশিক্ষণ প্রদাণ করেন জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক আতিয়ার রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরূপ মজুমদার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মেহেদি হাসান, বিআরটিএ’র পরিদর্শক প্রকৌশলী এস এম সবুজ, ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় চালকদের সড়ক দুর্ঘটনা রোধে করনীয় নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করা হয়।


No comments

Powered by Blogger.