কালীগঞ্জে প্রায়ত আব্দুল গফুর বিশ্বাসের স্মরণ সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক এমপি মরহুম আব্দুল মান্নানের ছোট ভাই প্রায়ত আব্দুল গফুর বিশ^াসের স্মরণ সভা ও দোয়ার অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার বিকালে কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর রোডস্থ আওয়ামীলীগের দলীয় কার্য়ালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক এমপি মরহুম আব্দুল মান্নানের সহধর্মীনি শামীম আরা মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা গোলাম সরোয়ার খান সউদ, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি ও ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আয়ুব হোসেন খাঁন, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু, সাবেক ভাইস-চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও কাউন্সিলর রেজাউল করিম রেজা, মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল রহমান খাঁ ও সাবেক সাধারণ সম্পাদক শাহাজান আলী, ১১ নং রাখালগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, ফুরসন্ধি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক, নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন, ত্রিলোচানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল হোসেন, জেলা পরিষদের সদস্য জসিম উদ্দীন সেলিম, ৫ নং শিমলা-রোকনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজির হোসেন, ৩ নং কোলা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইছাহাক আলী, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাহেদ কবির লিমন, সাধারণ সম্পাদক কাজী রিপন, কালীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের যুগ্ন-আহবায়ক ডাবলু, আব্দুর রাজ্জাক, অমিত সিকদার বিশু, জেলা কৃষকলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আমিনুর রহমান তপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, আলহাজ¦ আমজেদ আলী ও ফাইজুর রহমান মহিলা ডিগ্রী কলেলের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, রাশেদ কবির লিখন ও মরহুম আব্দুল গফুর বিশ^াসরে একমাত্র পুত্র আশিক শাহারিয়ার লিজন প্রমূখ। সার্বিক তত্ববধানে ছিলেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আব্দুর রশিদ খোকন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, কালীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম মওলানা শাহিনুর আলম।
No comments