ঝিনাইদহের এমপি সমির জাপান ও বাংলাদেশ মধ্যে ৬০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর সম্পন্ন
ঝিনাইদহ প্রতিনিধি-
বিশ্ববিখ্যাত জাপানী প্রতিষ্ঠান মারুবেনী কর্পোরেশন ও বাংলাদেশ ডরিন পাওয়ারের মধ্যে ৬০০ মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট MOU চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। জাপান সফর কালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে রয়েছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও ডরিন পাওয়ারের ম্যানেজিং ডিরেক্টর তাহজীব আলম সিদ্দিকী সমি। এ সময় আরোও উপস্থিত ছিলেন জাপান ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উচ্চ পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দ। ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য সমির একান্ত সচিব রোকনুজ্জামান রিপন জানান, এমপি মহোদয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাপানের অবস্থান করছেন। তিনি আগামী ৪ঠা মে দেশে ফিরবেন। তিনি আরোও বলেন, এই বিদ্যুৎ চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়নে আরোও এক ধাপ এগিয়ে যাবে। শুধু ঝিনাইদহ নই এটি বাংলাদেশের গর্ব। তার এই সাফল্য অর্জনে ঝিনাইদহের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
No comments