মাহে রমজান উপলক্ষে চুড়ান্ত পর্ব ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে চুড়ান্ত পর্ব ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চাপালী গ্রামবাসীর আয়োজনে শনিবার বিকাল তিনটার সময় পৌরসভার চাপালী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চাপালী জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ গোলাম সোরোয়ার পুটুর সভাপতিত্বে ক্বেরাত প্রতিযোগিতা  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান। মীর জাভেদ পারভেজের সহযোগিতায় বিশেষ অতিথি ছিলেন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আমিনুল ইসলাম। চুড়ান্ত পর্ব ক্বেরাত প্রতিযোগিতা ৯ জন অংশ নেয়। তাদের মধ্যে মাদিনাতুল উলুম ছবেদ আলী মাদরাসার ছাত্র হাফেজ মো : আল আমিন প্রথম স্থান অধিকার করেন। চুড়ান্ত পর্বে দ্বিতীয় স্থান অধিকার করেন বলিদাপাড়া মাদরাসার ছাত্র মুহা : মাহদী হাসান। এছাড়া ৩য় স্থান অধিকার করেন বায়তুস সালাম হাফেজিয়া মাদরাসার (ঢাকালে পাড়া) ছাত্র মো : জোবায়ের হোসেন রাতুল। বিজয়ীদের হাতে ক্রেষ্ট ও সার্টিফিকেট ও নগদ টাকা তুলে দেন প্রধান অতিথি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খানসহ অন্যরা। ক্বেরাত প্রতিযোগিতা-১৪৪৪, হিজরী বাস্তবায়ন কমিটির আহবায়ক ছিলেন, মাওলানা মো : শাহীনুর রহমান। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন চাপালী জামে মসজিদের খতিব মাওলানা হাসান আলী। 



No comments

Powered by Blogger.