ঝিনাইদহে কন্দাল ফসল উন্নয়নে কৃষক প্রশিক্ষণ
ঝিনাইদহ প্রতিনিধি-
কন্দাল জাতীয় ফসল উন্নয়নে ঝিনাইদহের কৃষকদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলা প্রশিক্ষণ কেন্দে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৩০ জন কৃষককে এ প্রশিক্ষণ প্রদাণ করা হয়।
দিনব্যাপী প্রশিক্ষণ প্রদাণ করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান।
দিনব্যাপী এ প্রশিক্ষণে মিষ্টি আলু, মুখী কচু, পানি কচু, লতি কচু, কাসাভাসহ কন্দাল জাতীয় ফসল আবাদে কৃষকের নানা পরামর্শ প্রদাণ করা হয়।
No comments