ঝিনাইদহে অংকুর নাট্য একাডেমির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম, অংকুর নাট্য একাডেমির সভাপতি মোসলেম আলী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস,ধর্ম বিষয়ক সম্পাদক ওহিদুজ্জামান অনিক। অংকুর নাট্য একাডেমির আজীবন, দাতা,সাধারণ কার্যনির্বাহী সদস্য যারা মৃত্যুবরণ করেছেন তাঁদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া, মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
No comments