ঝিনাইদহে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনকে গার্ড অব অনার
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনকে গার্ড অব অনার প্রদাণ করা হয়েছে।
সোমবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনসিসির পক্ষ থেকে এ গার্ড অব অনার প্রদাণ করা হয়। সেসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, সহকারী শিক্ষকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেসময় বিদ্যালয়ের বিএনসিসি দলের সদস্যরা তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদাণ করে।
গার্ড অব অনার শেষে মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন বলেন, আজ আমাকে যে সম্মান প্রদাণ করা হলো তা ভোলার নয়। আজ মনে পড়ে যায় মুক্তিযুদ্ধের কথা। ভারতে টেনিংয়ের কথা। আজ এই সম্মানে মনে হচ্ছে বাংলাদেশ আমাদের শ্রদ্ধা করে। মুক্তিযোদ্ধাদের এই সম্মান প্রদাণ করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানাচ্ছি।
No comments