ঝিনাইদহে ৫ শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৫ শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর শের আলী অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে শের আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

বিদ্যালয়ের সভাপতি জাহিদ হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। বিশেষ অতিথি ছিলেন শের আলী অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় ও শের আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শের আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আহমেদ, ইউপি সদস্য আলী হোসেন, সাবেক ইউপি সদস্য ডা: রায়হান উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ওই এলাকার বিভিন্ন গ্রামের ৫ শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে উপহার হিসেবে চাউল, সেমাই, চিনি, আলু, লবন, তেল দেওয়া হয়। নিত্যপণ্যের উর্দ্ধগতির বাজারে প্রত্যন্ত গ্রামের মানুষ এ ঈদ উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।


No comments

Powered by Blogger.