ঝিনাইদহে অংকুর নাট্য একাডেমির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে অংকুর নাট্য একাডেমির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে অংকুর নাট্য একাডেমির কার্যালয়ে প্রতিষ্ঠানের সহ-সভাপতি জয়নাল আবেদিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ড. এম হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও একুশে টিভির জেলা প্রতিনিধি এম রায়হান, সহ-সভাপতি ও এসএটিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস। শেষে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
No comments