কোটচাঁদপুরে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২



রোকনুজ্জামান কোটচাঁদপুর থেকে-

কোটচাঁদপুরে দুই মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার কোটচাঁদপুর উপজেলা কাগমারি বাওড়ের অফিসের সামনে এ ঘটনা ঘটে ।

এতে ১ জন মারা গেলেও আশংকা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো ২জন।প্রতিবেশী আনিসুর রহমান বলেন,কোটচাঁদপুরের কাগমারি পশ্চিম পাড়ার বাসিন্দা আশাদুল ইসলাম (৫০)ও রবজেল মন্ডল। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে কোটচাঁদপুরে আসছিলেন।

এ সময় সামনে থেকে আরেকটি মটর সাইকেল চলে আসে। ঘটে মুখোমুখি সংঘর্ষের ঘটনা। এতে করে গুরুতর আহত হয় দুই মটর সাইকেলের ৩ জন।যার মধ্যে আশাদুল ইসলাম,রবজেল মন্ডল ও তবি মন্ডল।এরমধ্যে আশাদুল ইসলাম ও রবজেল মন্ডলের অবস্থা আশংকা জনক ছিল।

তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক যশোর হাসপাতালে রেফার্ড করেন।ওই ঘটনায় মারা যায় আশাদুল ইসলাম,সে ওই গ্রামের শামসুদ্দিন দপ্তরির জামাই। অন্যদিকে রবজেল মন্ডলের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন তাঁর স্বজনরা।

সে বর্তমানে যশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবজেল কাগমারি গ্রামের নজির মন্ডলের ছেলে।ওই ঘটনায় আহত তবি মন্ডল চিকিৎসা নিচ্ছেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সে কাগমারি গ্রামের মফিজুর রহমানের ছেলে।

এ ব্যাপারে কোটচাঁদপুরমডেল থানার অফিসার উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার বলেন,বিষয়টি গতকাল কেউ কোন অভিযোগ করেছেন কিনা আমার জানা নাই। 


No comments

Powered by Blogger.