ঝিনাইদহ জেলার নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ জেলার নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের  প্রতিনিধিবৃন্দের সাথে সদর উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার নবাগত জেলা প্রশাসক এস.এম.রফিকুল ইসলাম। সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)রাজিবুল ইসলাম খান, উপজেলা চেয়ারম্যান এড. আব্দুর রশিদ,সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার সুমি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা,  ভাইস-চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল,মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্তসহ বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিক,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের  প্রতিনিধিবৃন্দরা।এসময় প্রধান অতিথি হিসেবে নবাগত জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের সার্বিক সহযোগিতায় পারবো স্মার্ট ঝিনাইদহ উপহার দিতে।


No comments

Powered by Blogger.