কালীগঞ্জে হাট চাঁদনী ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সস্পন্ন জাহাঙ্গীর সভাপতি,জিল্লু সম্পাদক
ঝিনাইদহের কালীগঞ্জ হাট চাঁদনী কাচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সুষ্ট ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সলিমুননেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২১৫ জন ভোটার কাচা পাকামাল ব্যবসায়ী নেতা নির্বাচনে তাদের প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ১১টি পদের মধ্যে ৫ টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী ৬টি পদে বিনাপ্রতিন্দীতায় ৬ জন প্রার্থী নির্বাচিত হন। তারা হলেন, কোষাধাক্য সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক জালাল উদ্দীন,দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম। এছাড়া ৩জন নির্বাহী সদস্য আব্দুর রহিম, ইয়াকুব আলী ও জিহান পরশ। ভোটাররা আলাদা আলাদা বুথে স্বস্ব প্রার্থীর ভোটাধিকার প্রয়োগ করেন। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সহকারী নির্বাচন কমিশনার কঠোরভাবে নির্বাচন তত্বাবধায়ন করে থাকেন এবং দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শক্ত অবস্থানে দেখা গেছে।
এ নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম ৭৮৫ ভোট নিয়ে জয়লাভ করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দী হারুন অর রশিদ গরুর গাড়ি প্রতীক নিয়ে ৩৪৮টি ভোট পেয়েছেন। সহ সভাপতি পদে আব্দুল মালেক কলস প্রতীক নিয়ে ৬৩২ ভোট পেয়ে জয়লাভ করেন তার নিকটতম প্রতিদ্বন্দী ছাতা প্রতীক নিয়ে খাইরুল ইসলাম ৪৯০ ভোট পেয়েছেন। সাধারন সম্পাদক পদে জিল্লুর রহমান ৬৭২ ভোট পেয়ে উড়োজাহাজ প্রতীক নিয়ে নিয়ে জয়লাভ করে। তার নিকটতম প্রতিদ্বন্দী আনারস প্রতীক নিয়ে মন্টু বিশ্বাস পেয়েছেন ৪০৬ ভোট। সহ সাধারন স¤পাদক পদে সাখাওয়াত হোসেন ৬২৬ ভোট পেয়ে আম প্রতীক নিয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ফুটবল প্রতীক নিয়ে পান ৩৫০ ভোট পান। এছাড়া সাংগঠনিক স¤পাদক পদে ৬৪৭ ভোট পেয়ে লিয়াকত আলী মোরগ প্রতীক নিয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিন্দন্দী মাছ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৩৩টি। নির্বাচন কমিশনার সোহেল আহম্মেদ ও প্রিজাইডিং অফিসার বিদৌরা আক্তার নির্বাচন দায়িত্ব পালন করেন।
No comments