কালীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত
এনামুল হক সিদ্দীক-
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২টার সময় এক বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্তর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ হয়ে একই স্থানে এসে শেষ হয়। সহকারি কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ সভাপতিত্বে পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আযোজনে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সাংসাদ আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : আব্দুর রহিম মোল্ল্যা, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, সাংবাদিক এনামুল হক সিদ্দিক ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ । অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাচন অফিসার মো : আলমগীর হোসেন।
No comments