ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রদলের সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব হোসেন।
সভায় বিএনপির আন্দোলন সংগ্রামে ছাত্রদলের নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনের ঘোষনা দেওয়া হয় সভা থেকে।
No comments