নানা কর্মসুচীর মধ্যদিয়ে কালীগঞ্জে মহান স্বাধীনতা দিবস পলিত
স্টাফ রিপোর্টার-
নানা কর্মসুচীর মধ্যদিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে মহান স্বাধীনতা দিবস পলিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল, সকাল ৬ টায় উপজেলা পরিষদ স্মৃতিসৌধে পুস্প স্তবক অর্পণ,উপজেলা পরিষদের সামনে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সাংসাদ আনোয়ারুল আজীম আনার।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : আব্দুর রহিম মোল্ল্যা, সহকারি কমিশনার (ভূমি) হাবিবুল্লাসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসুচির মধ্যে সকাল ৬ টায় উপজেলা পরিষদ স্মৃতিসৌধে পু®প স্তবক অর্পণ, সকাল ৭ টাই কোটচাঁদপুর রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর ভাষণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মান্নান এর সহধর্মিনী মিসেস শামীম আরা মান্নান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সায়েদ কবির লিমন, সাধারণ সম্পাদক কাজী রিপন প্রমূখ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দউপস্থিত ছিলেন।
এদিকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এমইউ কলেজিয়েট স্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, এমইউ কলেজিয়েট স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ২ নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল হোসেন, সদস্য শামসুল আলম, তবিবুর রহমান মিনি, মনিরুল ইসলাম, প্রভাত ব্যানার্জী. সৌখেন ব্যানার্জী ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী সাজু। আলোচনা সভাশেষে বিজয়ীদের মাঝে পুর
No comments