কালীগঞ্জে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত
ঝিনাইদহের কালীগঞ্জে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এপুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সাংসাদ আনোয়ারুল আজীম আনার। সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইসরাত জাহানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, মেয়র আশরাফুল আলম, জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হাবিবুল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো : আলোমগীর হোসেন, উপজেলা মাধমিক শিক্ষা অফিসার ফারুক আহম্মেদ, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এসময় অভিভাবকবৃন্দ ও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
No comments