কালীগঞ্জে মাঠ দিবস পালন
এস এম টিপু, স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের কালুখালী বাজারে, আজ বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত কৃষকদের মাঝে৷ জৈব কৃষি ও জৈব বালাই ব্যবস্থাপনা প্রদর্শনী বিষয়ক (মাঠ দিবস) প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কালীগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব আক্তারুজ্জামান মিয়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রদ্যুৎ কুমার গুহ, ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মো: জহুরুল হক, ইউনিয়ন ব্লক সুপারভাইজার তানিয়া শারমিন ও স্থানীয় ইউপি সদস্য জনাব মো: আব্দুল আজীজ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব কে এম শফিকুর রহমান।
প্রধান অতিথি বলেন, ফসলে জৈব সার ও জৈব বালাই ব্যবস্থাপনার অংশ হিসেবে ফেরোমন ফাঁদের ব্যবহারের উপর নানা দিক নির্দেশনা প্রদান করেন। এই প্রদর্শনী অনুষ্ঠানে প্রায় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
No comments