ঝিনাইদহে বাঙালি জাতির মুক্তির সনদ শীর্ষক আলোচনা সভা
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে "বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ বাঙালি জাতির মুক্তির সনদ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নিজস্ব মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা পিএএ,সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, জেলা ইসলামিক ফাউন্ডেশনের সাবেক সহকারী পরিচালক শামীম হোসেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মিজানুর রহমান। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ ও ১৫ই আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারে শাহাদাত বরণকারী সকল সদস্যদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাষ্টার ট্রেইনার মাওলানা আবদুল্লাহ আল মামুন।
No comments