ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখার উদ্যোগে ইফতার মহাফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং শীর্ষক আলোচনা,ইফতার ও দোয়ার মহাফিল অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারে ১০ তলায় ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখা অফিসে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শিবলী নোমানী। ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখার ব্যাবস্থাপক জামিনুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, ঝিনাইদহ কেন্দ্র মসজিদের খতিব মাওলানা সাইদুর রহমান, প্যানেল এ্যাড: আবু তৈয়ব প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখার সহ-ব্যাবস্থাপক তকিয়ার রহমান। দোয়া পরিচালনা করেন, মাওলানা নুরুন নবী। অনুষ্ঠানে ব্যবসায়ীক, সংবাদকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
No comments