ঝিনাইদহে “সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং”শীর্ষক আলোচনা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঝিনাইদহ শাখার উদ্যোগে “সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংকিং”শীর্ষক আলোচনা ও ইফতার মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩০ মার্চ) বিকালে শের-ই-বাংলা সড়কস্থ জেলা শাখা ভবন (২ য় ও ৩ য় তলা) রাফী টাওয়ার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ঝিনাইদহ শাখার ভিপি ও শাখা প্রধান আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ড.এম হারুন অর রশীদ। সেসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা চেম্বর অব-কমার্সের সহ-সভাপতি নাছির উদ্দিন,ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড.মুহাম্মদ মাহবুবুর রহমান,আব্দুল আজিজ। আলোচনা শেষে ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া, মোনাজাত ও ইফতার মাহ্ফিলের আয়োজন করা হয়।
No comments