ইবি ছাত্রের উপর হামলার ঘটনায় ঝিনাইদহের শৈলকুপা থানায় মামলা, একজন গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি-
ইসলামী বিশ^বিদ্যালয়ের ছাত্রের উপর হামলার ঘটনায় ঝিনাইদহের শৈলকুপা থানায় মামলা হয়েছে। গেল রাতে বিশ^বিদ্যালয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলি হাসান বাদি হয়ে দু’জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০-২৫ জনেকে আসামী করে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাতে অভিযান চালিয়ে শৈলকুপা উপজেলার পদমদী গ্রাম থেকে জাহাঙ্গীর হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
গেল রাতে ইসলামী বিশ^বিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান সুপ্ত শেখপাড়া বাজারের একটি পাম্প থেকে তেল নিয়ে ক্যাম্পাসে ফিরছিল। এসময় একদল লোক তার উপর হামলা চালিয়ে মারধর করে। পরে তাকে উদ্ধার করে ইবি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতে বিশ^বিদ্যালয়ের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
No comments