মহেশপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুরে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী ফজলু হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শনিবার সকালে মহেশপুর উপজেলার কাজিরবেড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফজলু হোসেন উপজেলার কোল্লা গ্রামের মৃত হুরমত আলীর ছেলে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হুসাইন জানান, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার কাজিরবেড় গ্রামে মাল্টা খাওয়ানোর লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ করে ফজলু হোসেন। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় মেয়েটি বাড়িতে এসে বিষয়টি জানায়। এ ঘটনায় নির্যাতিতার মা বাদি হয়ে ফজলুকে আসামী করে মহেশপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এরপর থেকে পলাতক ছিলো অভিযুক্ত।

মামলা দায়েরর পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ঝিনাইদহ র‌্যাব-৬ কাজীরবেড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রোববার বিকেলে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।





No comments

Powered by Blogger.