কালীগঞ্জে নিষিদ্ধ রেকটিফাইট স্পিরিট সহ মুদি ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ রেকটিফাইট ১৫ বোতল স্পিরিটসহ আলী হোসেন নামের মুদি দোকানের মালিককে আটক করেছে বারোবাজার ক্যাম্প পুলিশ। সোমবার রাতে উপজেলার বারোবাজার বাসস্টান্ড এলাকার মুদি দোকান থেকে তাকে আটক করা হয়। আটক আলী হোসেন উপজেলার বারোবাজার মিঠা পুকুর এলাকার আলতাফ হোসেনর ছেলে। 


বারোবাজার ক্যাম্প আইসি এসআই হায়াৎ মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে আলী হোসেন নামের এক মুদি ব্যবসায়ী নিষিদ্ধ রেকটিফাইট স্পিরিট বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বারোবাজার বাসস্টান্ড এলাকার রাতুল ষ্টোরে অভিযান চালাই। এসময় মুদি দোকানের মধ্যে থাকা নিষিদ্ধ রেকটিফাইট ১৫ বোতল স্পিরিট জব্দ ও মুদি ব্যবসায়ী আলী হোসেনকে আটক করা হয়। এবিষয়ে কালীগঞ্জ থানার তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 




No comments

Powered by Blogger.