ঝিনাইদহের শৈলকুপায় ৩ শিশুকে পুড়িয়ে হত্যা মামলায় একজনের ফাঁসির আদেশ

 ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপায় ৩ শিশুকে পুড়িয়ে হত্যার দায়ে একমাত্র আসামী ইকবাল হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

বুধবার দুপুরে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ মো: নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ দেন। একই সাথে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

মামলার বিবরণে জানা যায়, শৈলকুপার কবিরপুর 

গ্রামের আসামী ইকবালের সাথে তার পিতার গোলাম নাবীর সাথে টাকা সংক্রান্ত লেনদেন নিয়ে বিরোধ হয়। এরই জের ধরে ২০১৬ সালের ৩ জানুয়ারি সন্ধ্যায় আসামী ইকবাল কার্টুন দেখানোর কথা বলে নিজের ঘরে ভাতিজা সাফিন, আমিন ও ভাগ্নে মাহিনকে ডেকে নেয়। এরপর তাদের হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ঘরে আটকে গ্যাসের সিলিন্ডার খুলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই সাফিন ও আমিন দগ্ধ হয়ে মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভাগ্নে মাহিন মারা যায়। এ ঘটনায় সাফিন ও আমিনের পিতা দেলোয়ার বাদি হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১৭ ফেব্রুয়ারি ইকবালকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় একমাত্র আসামী ইকবালকে মৃত্যুদন্ড ও ৩ লাখ টাকা জরিমানা করে। আসামী বর্তমানে পলাতক রয়েছে।


No comments

Powered by Blogger.