ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ শহরের আরাপপুরে ট্রাকের ধাক্কায় আলামিন হোসেন (২৬) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছে। বুধবার বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আরাপপুর কুদ্দুস অটোস’র সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন হোসেন সদর উপজেলার ভড়–য়াপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিকেলে আলামিন হোসেন ইজিবাইক নিয়ে আরাপপুরে যায়। কুদ্দুস অটোর সামনের মহাসড়কে ইজিবাইক ঘোরাতে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় চালক আলামিন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। ট্রাক আটক করা হলেও চালক পলাতক রয়েছে।


No comments

Powered by Blogger.