মহেশপুরে ভারতে নিয়ে যাওয়ার কথা বলে নারীকে ধর্ষন, দালাল গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুরে এক নারীকে ধর্ষণের অপরাধে শরিফুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরিফুল ইসলামের বাড়ি উপজেলার জলুলী গ্রামে।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, নড়াইল জেলার দরিদ্র পরিবারের এক নারী ভারতে চিকিৎসার জন্য লোক মারফত দালাল শরিফুলের সাথে পরিচয় হয়। শরিফুল ইসলাম তাকে স্বল্প খরচে ভারতে পাঠানোর কথা বলে গত ২৬ মার্চ মহেশপুর বাজারে আসতে বলে। সেখানে এলে তাকে একটি বাড়ীতে আটকে রাখে। সেখানে তাকে ধর্ষণ করে হুমকি দিয়ে বাসা থেকে বের করে দেয়। এ বিষয়ে নির্যাতিতা বাদী হয়ে মহেশপুর থানায় আসামীর বিরুদ্ধে অপহরণসহ ধর্ষণ মামলা দায়ের করে। মামলা দায়েরের পর র‌্যাব অভিযান পরিচালনা করে অভিযুক্ত শরিফুলকে গ্রেফতার করে। তাকে শুক্রবার সকালে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।


No comments

Powered by Blogger.