ঝিনাইদহে সন্তাদের উপর মায়ের অভিভাকত্বের দাবীতে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি-
সন্তাদের উপর মায়ের অভিভাবকত্বের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে দুর্বার নেটওয়ার্ক, তরুন দল ও নারী পক্ষ।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনগুলোর নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, ওয়েলফেয়ার এফোর্টস (উই) এর পরিচালক শরিফা খাতুন, হেম বেইজড গার্মেন্টস নারী শ্রমিক সুরক্ষা, অধিকার ও মর্যাদা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ছাব্দার হোসেন, নারীপক্ষের সভাপতি রিতা সরকার, সদস্য কাজল রেখা, এ্যানী খাতুনসহ নারী নেতৃরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, শিক্ষাক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রেই সন্তানের উপর মায়ের অভিভাবকত্বের অধিকার, অভিভাবকত্ব আইনে মা-বাবা দু’জনের সমান অধিকারসহ নানা দাবী করেন।
No comments